বিভ্রান্তি

বিভ্রান্তির শেষ পরিচ্ছেদে-
যখন হতাশার চাদর ঠিক কুয়াশার মত
চারদিক থেকে ঢেকে দিতে চায় আমায়
আমি ভাবি অন্ধকারের রাজ্যে এই কুয়াশা
আগলে রেখেছে যতনে শীতের প্রকোপ
অবহেলার গোড়ার কথা -
যখন একবিন্দু নির্ভরতাই ফিরিয়ে আনতে পারে
হতাশার শীতে ঝড়ে পরা সুখের সবুজ পাতা
তখন অষ্টপ্রৌড়ের তীব্র চাহনি কাঠ কয়লার মত
ধোঁয়াটে আগুন জ্বেলে গাঢ় করে ধুসর কুয়াশা
দিকভ্রান্ত পথিক, মাঝপথে-
একটু থামে নিজেকে চিহ্নিত করার ব্যার্থ প্রয়াসে
হাওয়ায় মিলে যায় ফিরতি পথে জমা শিশিরকণা
গোলকধাধার মত সেই একই চক্রের পুনরাবর্তনে
ক্লান্ত পথিক খুজে বেরায় অবলোহিত সুর্যরশ্মি
উদ্ভাসিত দৃষ্টিতে দেখতে চায় শিশির বিন্দুতে
সেই একচিলতে আলোর বর্ণিল প্রতিফলন
পথিক সেতো জেনেও জানেনা-
সেই আলোকরশ্মিই শিশিরের মৃত্যু পরোয়ানা
আপাত সাফল্যের তীব্র ঝলকানিই মহাপ্রাপ্তির
অন্তরায়
হায় মানবমন - কতই না অসহায়!

Comments