বেড়ে ওঠার গল্প - ০১

আজ গণিত ক্লাসটেস্টের খাতা দিয়েছে। আদনান অনেক কম মার্কস পেয়েছে। আদনান ক্লাসের ফার্স্ট বয়। ও সবসময়ই হাইয়েষ্ট মার্কস পায়। আদনানের আম্মু শুনলে অনেক রাগ করবে। আম্মু আদনানের মুখে ফার্স্ট হওয়া আর হাইয়েষ্ট মার্ক পাওয়া ছাড়া কিছুই শুনতে চান না। এইতো কিছুদিন আগে একবার রাফির চেয়ে বাংলায় চার মার্কস কম পেয়েছিল বলে একমাস ক্যাডবেরি খাওয়া বন্ধ করে দিয়েছিল। ক্যাডবেরি আদনানের প্রিয় চকলেট। আম্মু মার্কসের কথা শুনলে অনেক রাগ করবে। আদনান ভাবছে আজ আর বাসায় যাবে না। স্কুল শেষে গেটের বাইরে দেখে ড্রাইভার আঙ্কেল ওর জন্য দাড়িয়ে আছে। আদনান ভাবে - ও বাসা না গেলে ড্রাইভার আঙ্কেলের চাকরি নট হয়ে যাবে। ড্রাইভার আংকেলের একটা ছেলে আছে - আশিক, আদনানের সমবয়সী। আদনান
আশিককে মাঝমাঝেই ক্যাডবেরি দেয়, আম্মু আব্বু বাইরে গেলে ওর সাথে গল্প করে, খেলে। ড্রাইভার আংকেলের চাকরি গেলে তো আশিকও চলে যাবে,তখন আদনান কার সাথে খেলবে? নাহ - বাসায় যেতেই হবে। ভাবতেই আদনান গাড়িতে উঠে বসে।
রাতে খাবার টেবিলে আম্মু জিজ্ঞেস করে আজ তো খাতা দিয়েছে - আদনান কত পেয়েছে? এখন মার্কস শুনলে আম্মু রেগে যাবে। কাল আবার ছোট বোনে টার জন্মদিন। আদনান ভাবে কি করবে। আচ্ছা সেদিন তো আম্মু আব্বুকে বলেছিল যে ওরা সাজ্জাদ আংকেলের বাসায় যায়নি। কিন্তু ওরাতো গিয়েছিল, আন্টি আদনানের ক্লাসরোলও জিজ্ঞেস করেছিল। আদনান জানে মিথ্যা বলা মহাপাপ - মিথ্যা বলতে হয়না। বড়দের কথার মাঝে কথা বলতে নেই বলে তখন চুপ করে ছিল। পরে আম্মুকে জিজ্ঞেস করায়
বলেছিল বড়দের মাঝে মাঝে মিথ্যা বলতে হয় - পরিস্থিতির কারনে। আচ্ছা এখন মার্কস বললে তো আম্মুর রাগ বাড়বে। সে যদি বানিয়ে বলে যে সে ফুল মার্কস পেয়েছে তাহলে আম্মু খুশি হবে। বড়রা তো প্রয়োজনে একটু আধটু মিথ্যা বলতেই পারে! আদনান আম্মুকে মিথ্যেই বলবে - ও ফুল মার্কস পেয়েছে। বড়রা একটু মিথ্যা বললে কিছু হয়না। আদনান তো আর ছোট নেই। আদনান বড় হয়ে গেছে - অনেক বড়! ও এখন মিথ্যা বলতে পারে ....

নভেম্বর ১৩, ২০১৩

Comments