অপ্সরা
পরণে নীল শাড়ি
হাতে কাচের চুড়ি
কপালে ছোট্ট একটা কালো টিপ
খোলা চুলে তোমায় দেখে মনে হল
স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা!
ঘোর লাগা চোখে দেখছি তোমায়;
সামনে এসে জিজ্ঞেস করলে-
অবাক চোখে কি দেখছ?
মুহূর্তের জন্য বাকশক্তি হারিয়ে
যন্ত্রের মত বললাম - তোমাকেই।
বাকা হাসি হেসে বললে- অনেক হয়েছে,
এবার চল!
বলেই হাতটা ধরে টেনে তুললে আমাকে;
ঘোরের রাজ্য থেকে বাস্তবে।
শুধু এটুকু জানি,
এভাবে তোমায় পাশে পেলে
রসাতলে যেতেও আমি রাজি!! :p
হাতে কাচের চুড়ি
কপালে ছোট্ট একটা কালো টিপ
খোলা চুলে তোমায় দেখে মনে হল
স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা!
ঘোর লাগা চোখে দেখছি তোমায়;
সামনে এসে জিজ্ঞেস করলে-
অবাক চোখে কি দেখছ?
মুহূর্তের জন্য বাকশক্তি হারিয়ে
যন্ত্রের মত বললাম - তোমাকেই।
বাকা হাসি হেসে বললে- অনেক হয়েছে,
এবার চল!
বলেই হাতটা ধরে টেনে তুললে আমাকে;
ঘোরের রাজ্য থেকে বাস্তবে।
মন্ত্রমুগ্ধের মত তোমার পাশে চললাম।
জানিনা কোথায় যাচ্ছি!শুধু এটুকু জানি,
এভাবে তোমায় পাশে পেলে
রসাতলে যেতেও আমি রাজি!! :p
Comments
Post a Comment