জল

আমি জলের মত প্রবাহিত হতে চাই,
উচ্চ থেকে নিম্নে - ভূমি থেকে ভূনিম্নস্থলে
যেমন স্বর্গ হতে নেমে আসে দেবতারা
ধুলির ধরায়, খেলাচ্ছলে কিংবা বেখেয়ালে।

জলের মত বাষ্পায়িত হতে চাই আমি,
সারা পৃথিবী ঘুরে সমুদ্রে পতিত জলের মত
আবার কালো মেঘ হয়ে জমতে চাই
উচ্চ থেকে সুউচ্চে - বাতাসে ভাসতে চাই।

আমি জলের মতো ঝরঝরে ঝড়তে চাই,
ভূপতিত হতে চাই মেঘগলা বৃষ্টিধারার মত
আর এ-মাটির স্পর্শ পাব বলে বারেবার
পুকুর-ডোবায় জল হয়ে জমতে চাই।

জলের মত দশদিকে হবে গতায়াত!
কি উচ্চে- কি নিম্নে, পুবে কিংবা পশ্চিমে
ডানে বায়ে - উত্তরে দক্ষিণে গড়াতে চাই;
কুমেরুর বরফ হয়েও জমতে চাই।
হায় জলধী; হায় বিচিত্র মন আমার!

Comments