নগর প্রদক্ষিণ
ওই দেখ - নগরীর সুউচ্চ টাওয়ারের ঘন্টাটা বাজল বুঝি!
অবশেষে শেষ হল আরও একটা কর্মব্যস্ত দিন।
এখন নগরী নিস্তব্ধ
কোলাহলময় শহরটা কেমন ঝিমসে গেছে!
রাজপথে হঠাত যে দু একটা গাড়ি চলছে
সেগুলোও উচ্চ শব্দে ভেঁপু বাজানোয় ক্ষান্তি দিয়েছে - ক্লান্তিতে ।
পথচারী বলতে ঐ দুএকজন বাউন্ডেলে কবি
দেখ -কি স্বচ্ছন্দে খোলা আকাশের দিকে তাকিয়ে
নিশ্চিন্তে হাটছে - যেন পিচঢালা পথটা খোলা মাঠ!
ওইযে ফুটপাতে দেখ খুকখুক কাশছে এক বুড়ো
মাথায় তার ভার্সিটি ফার্স্ট ছাত্রের ছবিওয়ালা ছাদ
কোন কোচিং এর পোষ্টার ছিড়ে কে জানে
কবে কখন ছাউনি দিয়ে নীড় গড়েছে।
মোড়ে ব্যারিকেড দিয়েছে মেট্রোপুলিস
ঐযে দেখ ডাকছে ইশারায় - আমাদেরই
ঘুম তাড়ানোর আপ্রান চেষ্টায় দেখবে এখন
কত আজব প্রশ্ন করবে আর হাই তুলবে!
আজকের নগর প্রদক্ষিণ হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে...
অবশেষে শেষ হল আরও একটা কর্মব্যস্ত দিন।
এখন নগরী নিস্তব্ধ
কোলাহলময় শহরটা কেমন ঝিমসে গেছে!
রাজপথে হঠাত যে দু একটা গাড়ি চলছে
সেগুলোও উচ্চ শব্দে ভেঁপু বাজানোয় ক্ষান্তি দিয়েছে - ক্লান্তিতে ।
পথচারী বলতে ঐ দুএকজন বাউন্ডেলে কবি
দেখ -কি স্বচ্ছন্দে খোলা আকাশের দিকে তাকিয়ে
নিশ্চিন্তে হাটছে - যেন পিচঢালা পথটা খোলা মাঠ!
ওইযে ফুটপাতে দেখ খুকখুক কাশছে এক বুড়ো
মাথায় তার ভার্সিটি ফার্স্ট ছাত্রের ছবিওয়ালা ছাদ
কোন কোচিং এর পোষ্টার ছিড়ে কে জানে
কবে কখন ছাউনি দিয়ে নীড় গড়েছে।
মোড়ে ব্যারিকেড দিয়েছে মেট্রোপুলিস
ঐযে দেখ ডাকছে ইশারায় - আমাদেরই
ঘুম তাড়ানোর আপ্রান চেষ্টায় দেখবে এখন
কত আজব প্রশ্ন করবে আর হাই তুলবে!
আজকের নগর প্রদক্ষিণ হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে...
Comments
Post a Comment