খাদনামা

যে প্রশ্ন আজন্ম লালিত এ বুকে
তারি উত্তর খুজে ফিরি পথে পথে
আমি কে? আমার পরিচয় কি?
কেনইবা এ ধরায় আমার আগমন?

একসময় ব্যস্ততায় খুজেছি নিজেকে
পাইনি কিছুই! শুধু দিশেহারিয়েছি বারবার
সবার ব্যস্ত পদচারণায় ত্রস্ত আমি ভেবেছি
নিরালায় হয়তো খুজে পাব কিছু উত্তর!

মাঝরাতে যখন ঘুমিয়ে পড়ে সবি
এমনকি রাস্তার নেড়ি কুকুরগুলোও
ব্যস্ততার লেশমাত্রও চোখে পড়েনা কোথাও
ঠিক তখনই আমি বেড়িয়ে পড়ি খোঁজে
নিজেকেই খুজি নিস্তব্ধ-নিরবতায়।

আনমনে ভাবি -
পৃথিবীর অংশ হিসেবে কোথাও না কোথাও
আমার কোন ব্যবহার অবশ্যই আছে।
আমিতো ফেলনা নই - খেলনা হলেও
নিশ্চয়ই কোন উদ্দেশ্যে আমি প্রেরিত
বিপুল অক্সিজেনের অপচয় অযথা নয়
এর যথার্থতাই খুজে ফিরি শহরময়।

রাত কেটে যায়- ভোর হয়
উত্তর খুজে পাইনা কোন
শেষে নিজেকে শান্তনা দেই এই বলে
রাত বিরাতে ঘুরে বেড়ানোই আমার কর্ম
হয়তো আমার জন্য ব্যস্ততা নয়।

নিজেকে বোঝাই,
লোহায় যেমন খাদ মিশিয়ে বৈচিত্র আনা হয়
আর সএএ কখাদ বদলে দেয় লোহার গুণ
তেমনি হয়তো আমিও মেশানো খাদের মত
ব্যস্ত নগরীর অংশ হয়ে এসেছি ধরায়
মাঝরাতে হাটাহাটিতেই আমার সার্থকতা!!

Comments