ফিরে আসে নীড়ে - ০১

১.
- কিরে, কি অবস্থা?
-এইতো ভালই। তোর কি অবস্থা?
-ঐ ডালে-ভাতে বেচে আছি আরকি! তা হঠাত কি মনে করে?
-এই খোজ-খবর নিলাম আরকি :)
-সুর্য আজকে কোনদিকে উঠছে মামা!? কাহিনি কি বল? এম্নি এম্নি ফোন দেয়ার লোক তুই না!
-কি যে বলিস। বুঝিসই তো, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত।
-হুম,তাতো থাকবিই। তা পড়াশোনার কি অবস্থা?
-এইতো চলতেছে। আচ্ছা বিকালে ফ্রি আছিস নাকিরে?
-আমিতো সপ্তাহে সাতদিনই দিনরাত চব্বিশ ঘন্টা ফুল ফ্রি!! কেন বলতো?
-এম্নিই। আচ্ছা বিকালে বইমেলা যাবিনাকি একটু?
-কেন, তুই আসবি নাকি?
-হুম -যেতাম একটু ঘুরতে।
-আচ্ছা বিকালে আয়। সাইন্সল্যাব আয়া ফোন দিস।
-ওকে।
-আচ্ছা কয়টায় আসবি?
-এই ধর ৩:৩০ -৪:০০ টায়
-ওক্কে, ডান।

২.
নাফিস আমার স্কুল ফ্রেন্ড। একসাথে জিলা স্কুলে সেই ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত পড়ছি। এসএসসির পর ও ভর্তি হল রাজউকে আর আমি ঢাকা কলেজে। বেশ ভাল ছাত্র নাফিস, পড়ুয়াও বটে। এসএসসি তে বোর্ডে প্লেস করছিল। এখনও ভাল রেজাল্ট করছে কলেজে। আমার মত ট্র‍্যাকচ্যুত হয়নি।
আমি বখে গিয়েছি আসলেই। কলেজে ভর্তি হওয়ার পর কিছুদিন ভালই পড়াশোনা করছিলাম, হাফ ইয়ারলিতে রেজাল্টও বেশ ভাল ছিল। তারপর......

-দোস্ত কই তুই?
-বাসায়। তুই কই? আসছিস?
-এইতো কলাবাগান চলে আসছি। বের হ।
-আসতেছি, তুই বাস থেকে নাইমা ওভারব্রিজের নিচে দাড়া।
-আচ্ছা আয়।

-কি অবস্থা তারপর? বহুদিন পর দেখা.. ফুলছিসতো ভালই!
-হু রে। খাই আর ঘুমাইতো। তোর লুকও তো পুরা চেঞ্জ! চুল-দাড়ির একি অবস্থা? পুরা কবি কবি লুক!
-আর বলিস না। এত্ত কাজের ভীড়ে সেলুনে যাওয়ার সময় কই? :D
-হু, বুঝিতো!! চাদরও পড়া শুরু করছিস দেখি! তা লেখালেখি ক্যামন চলছে?
-বাদদে ওসব। চল যাই - রিক্সা ডাক।
-চল হেটে যাই। নীল্কষেত হয়ে যাব।
-হাটে বইমেলা! তাও আবার তুই!!
-ক্যান হাটলে সমস্যা?
-আমার আবার সমস্যা কি? হাটাহাটিই তো আমার কাজ।
-ওকে, চল তাহলে।

৩.
পুরোনো স্মৃতির ঝাপি খুলে হাটতে হাটতে কখন যে টিএসসি চলে আসছি টেরই পাইনি।
-চল দোস্ত চা খাওয়াই তোরে, ইস্পিশাল চা।
-চল, দেখি কি খাওয়াস।
[সাদ্দাম দুইটা মাল্টোভা চা দে ত। দোস্ত আইছে এলাকায়, স্পেশাল বানায়া দে]

-প্রায়ই আসিস নাকি এইদিকে? খুব পরিচিত মনে হচ্ছে!
-ঐ আসি আরকি। বসে ফ্রি নেট চালাই, ওয়াইফাই আছে। বিনা খরচে ভালই টাইম পাস হয় ।
-তা ফেসবুকে তো দেখিনা তোরে।
-তুই ফেসবুক চালাস! কস কি মুমিন!?
-ঐ পড়ার ফাকে টুকিটাক চালাই আরকি। তোরে দেখিনা কেন?
-আগের মত ফেসবুকে আসিনারে। আগের আইডিতে ঢোকাই হয়না।ওসব বাদ দে। আচ্ছা এখন কাহিনি বল -খালি বই কিনতে বইমেলায়, নাকি অন্য কাম আছে?
-ঐ আরকি। আসছি এক ফেসবুক ফ্রেন্ডের দেখা করতে।
-ভাল তো! তাইতো কই শুক্রবারে এই ভীড়ে তুই বইমেলায় ক্যান! তা ছেলে না মেয়ে??
-মেয়ে রে
-আরে মাম্মা! তাইতো কই! পাঞ্জাবি পইড়া বইমেলায় ক্যান!! তলে তলে এতদুর? কাহিনি কি বল?
-কোন কাহিনি টাহিনি নাই, এম্নেই।
-তাতো বুঝি! তা ভাবি পড়ে কই?
-কিসের ভাবি? ধুর! পড়ে রাইফেলস এ।
-আচ্ছা তা আসবে কখন?
-বিকালেই আসার কথা।
-ওকে চল ঐদিকে যাই।

Comments