হাহাকার


মাঝরাতের নিস্তব্ধ নিরবতা ভেঙে
চৌরাস্তার গোল চত্বরে দাঁড়িয়ে
বুক ফাটিয়ে চিতকার করে বলতে চাই-
শান্তি দে বিধাতা; দু ফোঁটা অশ্রু দে।

ভোগবিলাসী অস্থিরতার রোদে
ফেটে চৌচির অন্তরাত্মা।
হাজার ফিট শোকের গভীরতায়ও
শুধুই হাহাকার, নেই; পানি নেই!!

Comments