দ্বন্দ্ববিধাতা (বিভ্রাট)
রাতের সাথে পাল্লা দিয়ে
ক্যাপটালের ভিড় কমতে থাকে।
ফিরে যায় যে যার আস্তানায়,
রক্তাক্ত চোখে, নেশাখোরের মত
ভাবতে থাকে ঘোরে, আক্রোশ-
সেতো হতাশারই বহি:প্রকাশ
অবচেতন মনে প্রশ্ন জাগে ওদের-
ভাগ্যবিধাতা কি তবে অস্তিত্বহীন?
রাজকপাল যাদের,
আমুদে রাত কাটায় পালঙ্কে;
নরম বালিশে মাথা পেতে,
সোসাইটি গার্লের বাহুডোরে।
দেবী ওদের সাথে ছলনা করে না,
ওরাই তো আরতি দেয় দেবীর!
আর আত্মতৃপ্তির হাসি হেসে ভাবে-
স্বর্গ তো তার বেডরুমেই।
ভাগ্যবিধাতা সবি দেখেন!
ধৈর্য্যের বাঁধ ভাঙে হতাশের,
গালি দেয় ঈশ্বরকে; কোথায় তিনি?
ভেতর থেকে জবাব আসে - ধৈর্য্য ধর!
ক্যাপটালের ভিড় কমতে থাকে।
ফিরে যায় যে যার আস্তানায়,
দু'ফোঁটা বিশ্রামের আশায়।
কেও কেও ঘুমায়, স্বপ্নদেবীর ছলনায়
বাকিরা রাতভর জেগে থাকেরক্তাক্ত চোখে, নেশাখোরের মত
ভাবতে থাকে ঘোরে, আক্রোশ-
সেতো হতাশারই বহি:প্রকাশ
অবচেতন মনে প্রশ্ন জাগে ওদের-
ভাগ্যবিধাতা কি তবে অস্তিত্বহীন?
রাজকপাল যাদের,
আমুদে রাত কাটায় পালঙ্কে;
নরম বালিশে মাথা পেতে,
সোসাইটি গার্লের বাহুডোরে।
দেবী ওদের সাথে ছলনা করে না,
ওরাই তো আরতি দেয় দেবীর!
আর আত্মতৃপ্তির হাসি হেসে ভাবে-
স্বর্গ তো তার বেডরুমেই।
ভাগ্যবিধাতা সবি দেখেন!
ধৈর্য্যের বাঁধ ভাঙে হতাশের,
গালি দেয় ঈশ্বরকে; কোথায় তিনি?
ভেতর থেকে জবাব আসে - ধৈর্য্য ধর!
Comments
Post a Comment