অনিয়মের নিয়ম
মানুষ মাত্রই সিস্টেমেটিক। আমি যতই বলি আমি বাউন্ডুলে- নিয়ম মানিনা, তবুও আমি একটা নিয়মের মধ্যেই চলি। অনিয়মটাই এখানে নিয়ম। আচ্ছা একটা উদাহরণ দেয়া যাক, আমি রাতে না ঘুমালেও প্রতিদিনই একটা নির্দিষ্ট /অনির্দিষ্ট সময় ঘুমাই। এখানে প্রচলিত অর্থে নিয়ম না মানলেও আমি কিন্তু একটা অপ্রচলিত নিয়ম মানছি। অর্থাৎ আমি সিস্টেমেটিক।
লোকে যত খাপছাড়াই বলুক না কেন সবাই আসলে একেকটা নির্দিষ্ট ফাংশনে চলে। হতেপারে একেকজনের ফাংশন একেকরকম।
আসলে আমরা বাউন্ডুলে না, আমরা চেতনভাবে নিয়ম ভাঙি; সেটাও একটা নির্দিষ্ট নিয়মেই!
জগতেও আসলে বিশৃঙ্ক্ষলতা বলে কিছুই নেই। আমাদের কাছে যেটা বিশৃঙ্খলা সেটার মাঝেই আছে বিশাল এক শৃঙ্ক্ষল! আচ্ছা একটা উদাহরণ দেই। ফিজিক্সের ভাষায় এন্ট্রপি হল বিশৃঙ্ক্ষলতার পরিচায়ক। কিন্তু সেই এন্ট্রপিও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়ে!!
আপনি যতই চেষ্টা করুন - আপনি নিয়মের বাইরে যেতে পারবেন না। বড়জোর সচেতনভাবে এক/একাধিক নির্দিষ্ট নিয়মে একটা/কয়েকটা নিয়ম ভাঙার চেষ্টা করবেন! তাও ঐ নিয়মই....
লোকে যত খাপছাড়াই বলুক না কেন সবাই আসলে একেকটা নির্দিষ্ট ফাংশনে চলে। হতেপারে একেকজনের ফাংশন একেকরকম।
আসলে আমরা বাউন্ডুলে না, আমরা চেতনভাবে নিয়ম ভাঙি; সেটাও একটা নির্দিষ্ট নিয়মেই!
জগতেও আসলে বিশৃঙ্ক্ষলতা বলে কিছুই নেই। আমাদের কাছে যেটা বিশৃঙ্খলা সেটার মাঝেই আছে বিশাল এক শৃঙ্ক্ষল! আচ্ছা একটা উদাহরণ দেই। ফিজিক্সের ভাষায় এন্ট্রপি হল বিশৃঙ্ক্ষলতার পরিচায়ক। কিন্তু সেই এন্ট্রপিও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়ে!!
আপনি যতই চেষ্টা করুন - আপনি নিয়মের বাইরে যেতে পারবেন না। বড়জোর সচেতনভাবে এক/একাধিক নির্দিষ্ট নিয়মে একটা/কয়েকটা নিয়ম ভাঙার চেষ্টা করবেন! তাও ঐ নিয়মই....
Comments
Post a Comment