গণ? তন্ত্র??
উত্তপ্ত কোলাহলে ক্লান্ত নগরীর
কোন এক ঘুপচি গলিতে
মহানগরীর বিকট দালান স্বমূর্তিতে দণ্ডায়মান;
গণতন্ত্রের বিধান রচিত হয় যেখানে।
কোন এক ঘুপচি গলিতে
মুক্তি পেল কে কবিতা-ছবিতে
সাদাকালোয় তার হিসেব রাখেনা কেও।
মহানগরীর বিকট দালান স্বমূর্তিতে দণ্ডায়মান;
গণতন্ত্রের বিধান রচিত হয় যেখানে।
জনতার পেতে রাখা কাঠের সিংহাসনে-
কে এল-গেল, কিকরে বা সব হলো
কেও তোলেনা প্রশ্ন কোন।
কবিতাওয়ালা? ছবিতাওয়ালা??
গদি দখলের কুতকুত খেলায়
হেলায় প্রাণটা হারায়
'ক্ষমতার উৎস ' ক্ষ্যাত সাধারণ মানুষ;
হ্যা- সেই তো ক্ষমতার উৎস!
Comments
Post a Comment