জন্মদিন

যদি ভাগ্যবিধাতা
রোজনামচার ছলে,
দু'দণ্ড ভেবে এক সকালে
খচখচ করে লিখে ফেলত কয়েক ছত্র কবিতা-
তোমার ভাগ্য খাতায়;
আর জ্বলজ্বল করে মহাকাল ধরে
জেগে থাকত ছত্র কয়েক
সেই দিনটার পাতায়-
যেদিন ছিল তোমার জন্মদিন!

২৬/০৬/২০১৭

Comments