আইটি বিপ্লব বনাম সক্ষতা বিকাশ
গার্মেন্টস শ্রমিক আর ফ্রিল্যান্সারদের মধ্যে পার্থক্য এই যে প্রথমোক্তরা শারিরীক শ্রম বিক্রি করেন, শেষোক্তরা মানসিক শ্রম বিক্রি করেন। দুই ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের শ্রমের মূল্য কম বিধায়ই গার্মেন্টস শিল্পে যেমন আমরা এগিয়ে ছিলাম তেমনি ফ্রিল্যান্সিং জগতেও এগিয়ে আছি। শ্রমের ধরণ বদলালেও উৎপাদন সম্পর্ক বদলায়নি মোটেও। এজন্যই গার্মেন্টসের ক্ষেত্রে যেমন আমাদের শ্রমের বিনিময়ে লাভের নগণ্য একটা অংশমাত্র আমরা পেতাম- ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও তাই ঘটছে। অনেকে ফ্রিল্যান্সিং এ দেশের উজ্জ্বল সম্ভাবনা দেখেন, দেখছেন। দেশে এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা যেমনঃ প্রোগ্রামিং, ইমেইজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং ইত্যাদি বেকার-যুব-শিক্ষার্থী নির্বিশেষে সবার মধ্যে বিস্তার করার বিস্তর আয়োজন। সরকারও নানা দক্ষতার বিকাশে প্রচুর ফান্ডিং করছে। একশ্রেণির মানুষ ও সংগঠন স্কিল ডেভেলাপমেন্ট প্রজেক্টের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে ফান্ড। কিন্তু শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আইডিয়াবাজ তৈরীতে মনোযোগ না দিয়ে শূধু উপরোক্ত ফ্রিল্যান্সিং স্কিল বিকাশে মনোযোগ কেন্দ্রীভূত থাকলে দিনশেষে শিল্পবিপ্লবের ফল যেমন আমরা নিতে পারিনাই, শূধু সস্তা শ্রমের যোগান দিয়ে গেছি - তেমনি আইটি বিপ্লবেও আমরা সস্তা শ্রম সরবরাহ বৈ অধিক কিছু করতে পারবনা।
আশার কথা এই যে দেশে হাইটেক পার্ক হচ্ছে। কিছু আইডিয়া কম হলেও সীড মানি পাচ্ছে। ভাবতে হবে এখনি - পরিমাণগতভাবে নয় শুধু(শ্রম দিয়ে), গুণগত দিক দিয়েও(আইডিয়া দিয়ে) আইটি বিপ্লবে আমাদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে হবে। তা নাহলে আবার পঞ্চাশ বছর পিছিয়ে পড়ব উন্নত বিশ্ব থেকে।
আশার কথা এই যে দেশে হাইটেক পার্ক হচ্ছে। কিছু আইডিয়া কম হলেও সীড মানি পাচ্ছে। ভাবতে হবে এখনি - পরিমাণগতভাবে নয় শুধু(শ্রম দিয়ে), গুণগত দিক দিয়েও(আইডিয়া দিয়ে) আইটি বিপ্লবে আমাদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে হবে। তা নাহলে আবার পঞ্চাশ বছর পিছিয়ে পড়ব উন্নত বিশ্ব থেকে।
Comments
Post a Comment