বিজয়ে আমার কোন উল্লাস নেই
এ বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে আহত ভাইয়ের পাশে বসে কাটানো হসপিটালের কোন এক অস্থির রাত হলে সেই বিজয়ে আমার উল্লাস নেই। বিজয় মানে যদি এই হয়- ছোট্ট মেয়ে বিজয় দিবসে বাবার হাত ধরে রাস্তায় হাটতে পারবেনা পরম নির্ভরতায় তবে সেই বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে যদি হয় মাঝরাতে কম্বল মুড়িদিয়ে ঘুমিয়ে থাকা নিরীহের ঘুম অকস্মাৎ আক্রমনে চিরনিদ্রায় পরিণত হওয়া তবে সেই বিজয়ে আমার কোন উল্লাস নেই। বিজয় মানে যদি হয়- স্কুলব্যাগ ঘাড়ে বাড়ি ফেরা কিশোরের চোখের দীপ্ত দৃষ্টির বদলে অনাহুত বিপদের ভয় তবে সেই বিজয়ে আমার উল্লাস নেই। বিজয় মানে কি মাথায় পতাকা বেঁধে লাল-সবু আর কালো শাল কাঁধে উল্লাস করা? বিজয় মানে কি শ্রান্ত রাতে ঘরে ফেরার পথে আধার গলিতে ঘাতকের অপছায়া? বিজয় মানে কি ষোলকোটি কঙ্কালভরা ছাপ্পান্ন হাজার বর্গমাইল এরিয়া? আমি সেদিন করব উল্লাস- যেদিন নীতি-চেতনার কাব্য শুধু নয়, এরাষ্ট্রে পাব সাম্য-ঐক্য-মুক্তি; আমি সেইদিন গাব বিজয়ের ঐকতান!